সংগীত

অসাধারন সব ইসলামীক গান দিয়ে এই সাইটটিকে সাজানো হয়েছে
   সুস্থ সংস্কৃতির চর্চায় হারিয়ে যাক জীবনের ভুলগুলি আর ফুটন্ত হয়ে ফুটুক জীবনের ফুলগুলি।

*অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোত মোরা আনবোই*

ইসলামী সংগীত জগতের গানের পাখি কবি মতিউর রহমান মল্লিক কোথায় তুমি উড়ে গেছো?


“পৃথিবী আমার আসল ঠিকানা নয়/ মরণ একদিন মুছে দেবে/ সকল রঙিন পরিচয়” এ গানের বাস্তবরূপ দিয়ে চলে গেলেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের কিংবদন্তি সিপাহসালার কবি মতিউর রহমান মল্লিক। গত ১১ আগষ্ট ২০১০ রাত ১টায় পৃথিবীর মায়া ত্যাগকরে তিনি চলে গেলেন একা, চোখের পানিতে ভিজলো কোটি কোটি মানুষ। দেশে এবং দেশের বাইরের কোটি বিশ্বাসী হৃদয়ের দোয়া নেয়ার সৌভাগ্য হয়েছে তাঁর; এটাই চরম এবং পরম পাওয়া। কজন ব্যক্তি এমন সৌভাগ্য নিয়ে জন্মায়? আজ তাঁকে হারানোর মাধ্যমে জাতি হারালো একজন সদালাপি নিরহংকারী অতিথিপরায়ন নিভৃতচারী আপনজনের চেয়েও আপন ব্যক্তিসত্বাকে। সবই চলবে আগের মতোই, শুধু চোখের সামনে থাকবেন না তিনি। দিনরাত পড়ে থাকবেন না প্রত্যাশা প্রাঙ্গনে, ছুটে বেড়াবেন না সংস্কৃতির নেশায় বাংলাদেশের এ অঞ্চল থেকে ও অঞ্চলে; গান কবিতা ছড়া আর কথার আসরে মেতে থাকবেন না কখনো, কখনো শোনা যাবেনা সাহাবীদের ত্যাগের নমুনা কিংবা নজরুল-ফররুখের দৃপ্তচেতনার সাহসী উচ্চারণ; আর কখনো দেখা যাবেনা তার দরদভরা অভিমানী মুখ।কবি মতিউর রহমান মল্লিক প্রিয় একটি নাম। একটি প্রতিষ্ঠান। একটি আন্দোলন। হাজারো হৃদয়ে তিনি অতি কাছের; অতি আপনজন। আমার মত লাখো মানুষের অনুপ্রেরণার উৎস। হে আল্লাহ! আমাদের প্রিয় মল্লিক ভাই এখন তোমার কাছে। তুমি তাঁর প্রতি রহমত বর্ষণ কর। হে মুনীব! তুমি তাঁর মানবিক সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। আমরা যেন আমরণ নেক আমল করে তোমার সন্তুষ্টির পথে চলতে পারি সেই তাওফিক দান কর। হে মুনীব আমরা তোমাকে জান্নাতে আমাদের প্রিয় মল্লিক ভাই সহ প্রাণভরে দেখতে চাই। আমাদেরকে নফসে মুতমায়িন্নার অধিকারী বানাও।
*প্রিয় কবিঃমতিউর রহমান মল্লিকের কন্ঠে অসাধারন গান*

*শিল্পীঃতারেক মুহাম্মদ মুনাওয়ার হোসাইন*



                           *বিপ্লবী গান*



                        *জীবনমুখী গান*



        *শহীদী প্রেরনার উজ্জীবিত গান*



       *ঈমানের পরীক্ষায় সবরের গান*



      *শিল্পীঃসামি ইউসুপের জনপ্রিয় গান*


সামী ইউসুফের ভিডিও গান দেখতে এখানে ক্লিক করুন

         *ছোট্ট মনিদের কন্ঠে সুমিষ্ট গান*



                           *মায়ের গান*




              *অসাধারন ইসলামী সংগীত*



    *কাজী নজরুল ইসলাম (  হামদ ও নাত ) 


           *ইসলামী চেতনায় বিদ্রোহী গান*



     *Best Mixed Islamic Song Mp3 *


 সাইমুম সংগীত  *  সাইমুম শিল্পী গোষ্ঠী