***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!
***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!
শিবির
*বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠনের গান*
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভিশন-২০২৮
কেন্দ্রিয় সভাপতি ডাঃরেজাউল করিমেরবক্তব্য
বাংলাদেশইসলামী ছাত্র শিবির কতৃক আয়োজিত সুনাম গঞ্জ কর্মী সন্মেলনে ইসলামী
ছাত্র শিবিরেরকর্ম কান্ড সম্বন্ধে শিবির সভাপতি ডাঃ শফিকুল ইসলাম মাসুদেরবক্তব্য
ভালোবাসা,ত্যাগ ও কুরবানীর উজ্জ্বল ও অনুপমদৃষ্টান্ত
কিছু কিছু ঘটনা এত ভয়ংকর এবং বীভৎস যে তা মানব সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করে দেয়। ২৮ অক্টোবর তেমনি একটি ঘটনা যা বাংলাদেশের গর্বিত ইতিহাসকে কলঙ্কিত করেছে। একজন জীবন্ত মানুষকে কি করে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা যায় সমগ্র বিশ্ব সেদিন তা প্রত্যক্ষ করেছে। রাজধানী থেকে শুরু করে দেশব্যাপী নৈরাজ্যের যে বিভীষিকা সেদিন তৈরী করা হয়েছিল তা কোন সভ্য সমাজের কাম্য হতে পারেনা । আওয়ামী লীগ এবং ১৪ দলের কর্মীরা সেদিন সফলভাবে প্রমান করেছিল যে, একটি ছোট্ট শিশু থেকে শুরু করে কোন মানুষই তাদের কাছে নিরাপদ নয়-যা আজকে দেশের ১৮ কোটি জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে।২৮ অক্টোবর দুটি কারনে আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ন। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কারা হুমকি স্বরূপ, এই ঘটনা তা সুস্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলনের কর্মীরা নেতার নির্দেশ মেনে মুহুমুহু গুলি বোমা আর হিংস্রতার সামনে দাড়িয়ে যে দৃঢ়তার পরিচয় এবং কোরবানীর পরাকাষ্ঠা প্রদর্শন করেছে তা যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য উজ্জল দৃস্টান্ত হিসেবে থাকবে। এটা ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে এ ঘটনা যেন প্রেরণার এক উজ্জ্বল বাতিঘর।আমরা রক্তপাত চাইনা । চাই শান্তির এক নিবিড় বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি। তাই ২৮ অক্টোবরের হিংসৃতাকে আমরা ঘৃনা করি । আমরা বিশ্বাস করি এ হিংস্রতায় দগ্ধ প্রতিটি হৃদয় থেকেই বেরিয়ে আসবে শান্তিময় এক নতুন বাংলাদেশের স্বপ্ন। ডকুমেন্টারী ভিত্তিক ভিডিও গুলি দেখতে পারেন উপরের ভিডিও পেজটিতে ক্লিক করে।