***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

“ফাঁসির মঞ্চ থেকে কারাগার”(ডাউনলোড)

আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী!
একটি জীবন্ত নাম,
একটি বিপ্লবের নাম,
একজন ইসলামিক পণ্ডিত,
একজন আল কুর্‌আনের খাদেম এবং পাখি,
দেশ বিদেশের উজ্জল নক্ষত্র!
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ,এই মহান ব্যক্তি আজ কারাগারে বন্দী।
এমন কোন অমানবিক নির্যাতন নাই যা এই জালিম সরকার আল্লামা সাঈদীকে করে নি।
আল্লামা সাঈদীকে কারাগারের একটি ছোট্ট রুমে রাখা হয়ছে সেখানে উনার নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে।
শত কষ্টের মাঝেও আল্লামা সাঈদী অনবরত আল্লাহর কাছে ইবাদত করতেছেন এবং তার আদর্শ হতে তাকে এক পা পরিমাণ বিচ্যুত ঘটাতে পারে নি .
যা আমাদের জন্য সত্যি অনুকরণ হয়ে থাকবে।
ওহ আল্লাহ্‌ আপনি আল্লামা সাঈদীকে আপনার বিশেষ রহমত এবং হায়াত বৃদ্ধি এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন।আমিন
আপনাদের জন্য বইটি (“ফাঁসির মঞ্চ থেকে কারাগার”) ইন্টারনেটে আপলোড করে দিয়েছি। আশা করছি সবাই বইটি (ডাউনলোড) করে পড়বেন। ধন্যবাদ। ওমর শরীফ


কোন মন্তব্য নেই: