***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

'কেন কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেমরা ভি দেখায়!'



কাদের মোল্লার ছেলের স্ট্যাটাস, 'কেন কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেমরা ভি দেখায়!' হাসান জামিল ওরা অবাক হয়, ক্ষণিকের তরে হলেও ওদের কুৎসিত খুনপিপাসু জিঘাংসা ভরা মন বিস্মিত হয় কেন কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেমরা ভি দেখায়, কেন নিশ্চিত মৃত্যুর মুখে ওরা জীবন ভিক্ষা চায় না, কেন ওদের স্ত্রী-সন্তানেরা বিজয়ের বার্তা শোনায়, কেন ওদের চোখে পানি আসে না, কেন ওরা উন্মাদের মত ছটফট না করে বিকেলের নীল সাগরের মত শান্ত থাকে, ওরা জবাব পায় না। ওরা চেষ্টা করে, ওরা নানা কৌশল খাটায়, নাটক করে, মহান নেতাকে ওরা মচকানোর তদবির করে। কিসের তৈরি এরা, জানার জন্য ওদের মন আকুলি বিকুলি করে। এই মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় উদগ্রীব নেতার, নেতার পরিবারের, আনুসারীদের আচরনে সত্য প্রকাশের ভয়ে ওরা ভড়কে যায়, শংকিত হয়। ওদের বিকৃত মস্তিষ্ক নানা ব্যাখ্যা দাড় করায়, কিন্তু ওদের মন ভরে না। ওরা ভাবে, এই রকম তো হওয়ার কথা ছিল না। ওরা জানে না আগেও ক্ষমতার লোভে অন্ধ ওদের পূর্বসূরিরা এই প্রশ্ন গুলোর জবাব জানতে পারেনি যাদের অন্তরে মহান প্রতিপালক সিলমোহর মেরে দিয়েছিলেন। ওরা জানেনা যে, মহান দয়াময় রহমানুর রাহিম আজ থেকে চোদ্দশত বছর আগেই এই ভি চিহ্নের জবাব তার পবিত্র গ্রন্থ আল-কোরাআনে দিয়ে রেখেছেন। ওরা জানেনা যে, মোল্লা- জামান-আলীরা পবিত্র গ্রন্থের এই আয়াতটি মনে মগজে খোদাই করে নিয়েছে- প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ‌ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইঞ্জিল ও কুরআনে(জান্নাতের ওয়াদা) আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ। আর আল্লাহর চাইতে বেশী নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা-বেচা করছো সে জন্য আনন্দ করো। এটিই সবচেয়ে বড় সাফল্য। (সূরা আত তাওবা-১১১ নং আয়াত) এই বড় সাফল্য সুনিশ্চিত ভাবে পেয়ে যাওয়ার কারনেই কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেমরা ভি সাইন দেখায়, তাদের স্ত্রী ও সন্তানেরা দীপ্ত কণ্ঠে উচ্চারন করে তাদের স্বামী আর পিতার কথা, কর্মীরা গর্বিত উচু শিরে চলে নেতার আদর্শের পথে, জন্ম হয় লাখো কাদের মোল্লার।
হাসান জামিলঃ কাদের মোল্লার ছেলে

কোন মন্তব্য নেই: