বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

জ্ঞানের কথা জ্ঞানীর কথা-১


১) যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা কর তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মত আর কোন বন্ধু খুঁজে পাবে না।
২) শুধু জ্ঞান তোমার কোন কাজ দেবে না যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান কর।
৩) অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না।
৪) হাতে একটা চুড়োই পাখি থাকা গাছে দশটি থাকার চেয়ে ভাল।
৫) যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক তবে এমন আদেশ দাও যা করা সম্ভব।


৬) বক্তব্যে যদি অল্প কথায় ভাব ফুটিয়ে তুলতে সম্ভব হয় তবে সেটাই শ্রেষ্ঠ বক্তব্য।
৭) মানুষের সাথে কথা বল তাদের বুঝার ক্ষমতা অনুযায়ী।
৮) জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায়।
৯) খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল।
১০) মিথ্যার দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী।

২টি মন্তব্য:

abdullah বলেছেন...

যদি তোমার কোন গোপন কথা পাশ হয়ে যায়,তাহলে কাউকে দোষ না দিয়ে নিজেকে দোষী কর,কারন তুমি কেন তোমার গোপন কথা আন্নের কাছে বলে দিলে।

Unknown বলেছেন...

কথা গোপন থাকলে,আপনার গোলাম। প্রকাশ হলে আপনি তার গোলাম।