বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০১০

ধৈর্য দাও খোদা; ধৈর্য দাও

ধৈর্য দাও খোদা; ধৈর্য দাও;বিপদে আমারে তুমি ধ্যের্য দাও।
তোমার পথে চলতে গিয়ে আঘাত যদি আসে
তোমার রহম করম দিয়ে থেকো আমার পাশে।
শত আঘাত সইতে আমায় শক্তি যোগাও।
ধৈর্য দাও খোদা ধৈর্য দাও;বিপদে আমারে তুমি ধৈর্য দাও।

"আমায় যদি ঘিরে ধরে লোভ লালসার জাল
বেশি পাওয়ার কামনাতে হইনা যেনো পয়মাল।।
সেই পথে নয়; আলোর পথে; আমায় পথ দেখাও।।
ধৈর্য দাও খোদা; ধৈর্য দাও;বিপদে আমারে তুমি ধৈর্য দাও।।

"কারো কথায় হঠাৎ যেনো রেগে না যাই আমি
সবর করার শক্তি সাহস দিও দিবস জামি।।
তোমার প্রিয় জনের মতো; সোজা পথে নাও।।
ধৈর্য দাও খোদা ধৈর্য দাও;বিপদে আমারে তুমি ধৈর্য দাও।

"তোমার পথে চলতে গিয়ে আঘাত যদি আসে
তোমার রহম করম দিয়ে থেকো আমার পাশে।
শত আঘাত সইতে আমায়; শক্তি যোগাও।
ধৈর্য দাও খোদা ধৈর্য দাও;বিপদে আমারে তুমি ধৈর্য দাও।

কোন মন্তব্য নেই: