***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

সোমবার, ৩ জানুয়ারী, ২০১১

স্মৃতির মেঘলাভোরে


কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–
নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়
  অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন
 কার হাত ভাঙে চুড়ি?কে ফোঁপায়?পৃথিবী নিশ্চয়।
                                 স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
                                 অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
                               কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
                              নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
                                আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
                               যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।
                                              কাব্যগ্রন্থঃ আমি, দূরগামী  কবিঃ আল মাহমুদ

কোন মন্তব্য নেই: