***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০১০

ওরা মানুষ রুপে পশু

আকাশে মেঘের গর্জন,স্তব্দ পাখির কলতান
কষ্টের তীব্র কষাগাতে,কেঁপে উঠে আকাশের চাঁদ।
মজলুমের ছিৎকারে আকাশে বাতাসে কাঁন্নার আহাজারি
এ যে মানুষ দিয়ে মানুষ মারার লেগেছে মহামারী।
মানুষ রুপে দেখতে তারা হয়তো মানুষ নামের কিছু
পশুর চেয়েও হিংস্র অধম,অধমের ও নিচু।
 মানুষ হয়ে মানুষকে যে রাখতে চায় গোলাম
সত্যের সৈনিক হয়ে তারে কি করে দাও সালাম।
গড্ডলিকায় গা ভাশাতে ভাশাতে চলে গেল সবদিন
সত্যেটাকে আড়ালে আবডালে আর রাখবে কতদিন।
মাথা নেড়ে দু’পায় তেড়ে,আজ হাকিছে জয়গান
জেহে উঠ হে মুসাফির এলো সত্যর আহবান।
বিজয়ের জয়গানে,শান্তির আহবানে,অন্যায়কে করি চুরমার।
ফেরাউন,নমরুদ রুপে যারা আজ থেকে হও হুঁষিয়ার।
যত কষ্টই দাও পারবেনা তবু মানাতে মোদের হার
সাগর ভরা অগ্নিকুন্ড এ তরী তবু হবই মোরা পার।

কোন মন্তব্য নেই: