আকাশে মেঘের গর্জন,স্তব্দ পাখির কলতান
কষ্টের তীব্র কষাগাতে,কেঁপে উঠে আকাশের চাঁদ।
মজলুমের ছিৎকারে আকাশে বাতাসে কাঁন্নার আহাজারি
এ যে মানুষ দিয়ে মানুষ মারার লেগেছে মহামারী।
মানুষ রুপে দেখতে তারা হয়তো মানুষ নামের কিছু
পশুর চেয়েও হিংস্র অধম,অধমের ও নিচু।
কষ্টের তীব্র কষাগাতে,কেঁপে উঠে আকাশের চাঁদ।
মজলুমের ছিৎকারে আকাশে বাতাসে কাঁন্নার আহাজারি
এ যে মানুষ দিয়ে মানুষ মারার লেগেছে মহামারী।
মানুষ রুপে দেখতে তারা হয়তো মানুষ নামের কিছু
পশুর চেয়েও হিংস্র অধম,অধমের ও নিচু।
মানুষ হয়ে মানুষকে যে রাখতে চায় গোলাম
সত্যের সৈনিক হয়ে তারে কি করে দাও সালাম।
গড্ডলিকায় গা ভাশাতে ভাশাতে চলে গেল সবদিন
সত্যেটাকে আড়ালে আবডালে আর রাখবে কতদিন।
মাথা নেড়ে দু’পায় তেড়ে,আজ হাকিছে জয়গান
জেহে উঠ হে মুসাফির এলো সত্যর আহবান।
বিজয়ের জয়গানে,শান্তির আহবানে,অন্যায়কে করি চুরমার।
ফেরাউন,নমরুদ রুপে যারা আজ থেকে হও হুঁষিয়ার।
যত কষ্টই দাও পারবেনা তবু মানাতে মোদের হার
সাগর ভরা অগ্নিকুন্ড এ তরী তবু হবই মোরা পার।
সত্যের সৈনিক হয়ে তারে কি করে দাও সালাম।
গড্ডলিকায় গা ভাশাতে ভাশাতে চলে গেল সবদিন
সত্যেটাকে আড়ালে আবডালে আর রাখবে কতদিন।
মাথা নেড়ে দু’পায় তেড়ে,আজ হাকিছে জয়গান
জেহে উঠ হে মুসাফির এলো সত্যর আহবান।
বিজয়ের জয়গানে,শান্তির আহবানে,অন্যায়কে করি চুরমার।
ফেরাউন,নমরুদ রুপে যারা আজ থেকে হও হুঁষিয়ার।
যত কষ্টই দাও পারবেনা তবু মানাতে মোদের হার
সাগর ভরা অগ্নিকুন্ড এ তরী তবু হবই মোরা পার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন