***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

শনিবার, ২৫ ডিসেম্বর, ২০১০

মাগো তোমার জন্য।

মাগো আমার মা
দূঃখের দিনে তুমি আমার একটু সুখের প্রেরনা
তোমায় নিয়ে ভাবি যত,দূঃখ আমার হারায় তত
তোমার কোলে জন্ম নিয়ে,তাইতো হলাম ধন্য
মাগো শুধুই তোমার জন্য।
তোমার মাঝের স্নেহ-মমতা,পাইনি খুজে কোথাও তা
তোমার কোলে মাথা রেখে,জীবন হলো পূর্ন।
মাগো তোমার জন্য
তুমি আমার আধাঁর রাত্রি,হোকনা যতই কালো
তোমার দোয়ায় পাড়ি দেব পথ,চোঁখ ভরা নিয়ে আলো।
তুমি আমার পূর্নিমা চাঁদ,জোৎনা ঝরা আলো
সেই আলোতে ডেকে যাবে,জীবনের সব কালো।
তুমি আমার মা জননী,এই জন্ম তোমার জন্য
তাইতো আমি দেখতে পেলাম,আল্লাহর সৃস্টি সকল পন্য
আমি ধন্য হলাম ধন্য হলাম মাগো তোমার জন্য।

কোন মন্তব্য নেই: