বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

হাসিনার লক্ষ্য রাজনৈতিক শত্রুনিধন


রাষ্ট্রীয় ক্ষমতা হাতে না থাকলে প্রতিপক্ষ নির্মূলে আওয়ামী লীগের কৌশল হয় অস্ত্র হাতে দলীয় কর্মীদের রাস্তায় নামানো দলীয় সংস্কৃতি যে শুধু বাংলাদেশ আমলের তা নয়,পাকিস্তান আমলেও ছিল পাকিস্তান আমলআওয়ামী গুণ্ডাদের হামলায় বহু নিরীহ নিরস্ত্র মানুষ লাশ হয়েছেনপ্রমান,১৯৭০য়ের ১৮ই জানুয়ারিতে পল্টনে জামায়াতে ইসলামির জনসভাবহু জনসভা পণ্ড হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে ভাষানী ন্যাপ,মুসলিম লীগ অন্যান্য বিরোধী দলের লাশ হয়েছে এমনি সংসদের ডিপুটি স্পীকার শাহেদ আলী বাংলাদেশ সৃষ্টির পর তাদের শুধু রাজনৈতিক ক্ষমতাই বাড়েনি,প্রবল ভাবে বেড়েছে সন্ত্রাসের ক্ষমতাও ফলে বেড়েছে খুনের সংখ্যাও একমাত্রমুজিব আমলেই প্রায় ৪০ হাজার মানুষ খুন হয়েছে পিতার সে রাজনৈতিক সংস্কৃতিকে শেখ হাসীনা শুধু দেশজুড়ে প্রতিষ্ঠাই করেননি, বরং বহুগুণে বৃদ্ধিও ঘটিয়েছেন আর কোন কারণে না হোক, অন্ততঃ কারণে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ বেঁচে থাকবেন

দলটির সশস্ত্র ক্যাডারদের হাতে সন্ত্রাসের ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার তাদের হাতে যাবত বহুনিরীহ মানুষ লাশ হয়েছে,বহু বিরোধী দলীয় কর্মী গুম হয়েছে,বহুনারী ধর্ষিতা হয়েছে,এমনকি বিশ্ববিদ্যালয়ের কাম্পাসে ধর্ষণে সেঞ্চুরিও হয়েছে দলটির হাতে ক্ষমতা গেলে সমগ্র প্রশাসন তখন লাঠিয়ালে পরিনত  হয় তাতে বাড়ে বিরোধী পক্ষের কোমর ভাঙ্গার সামর্থ দলীয় লাঠিয়াল দিয়ে কিছু লোককে হত্যা বা পঙ্গু করা যায় কিন্তু তাতে পুরা দলকে নির্মূল করা যায় না,আন্দোলনকেও হত্যা করা যায় না সে জন্য চাই রাষ্ট্রীয় ক্ষমতা চাই রাষ্ট্রের বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে চাই আদালতের লাঠিও একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েইশেখ মুজিব সকল বিরোধী দলকে রাতারাতি বিলু্প্ত করতে পেরেছিলেন এবং দ্রুত নামিয়ে আনতে পেরেছিলেন ভয়াবহ দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে এটিই মুজিবী চেতনা হাসীনা সে চেতনা নিয়েও ধাপে ধাপে এগিয়ে চলেছেন ফ্রিডম পার্টি হিযবুত তাহরিরকে ইতিমধ্যেই বিলুপ্ত করেছেন, এখন হাত দিয়েছেন জামায়াতের নির্মূলে এর পর নিশ্চয়ই হাত পড়বে বিএনপির উপর মুজিবের বাকশালী চেতনা এভাবেই প্রতিষ্ঠা পাবে বাংলাদেশে তাছাড়া যাকে তারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালী বলে বছরের প্রতিদিনও প্রতিঘণ্টা মাতামাতি করে তাঁকে এবং তাঁর আরধ্য চেতনাকে আবর্জনার স্তুপে ফেলবেই বা কেমনে? বাংলাদেশের জন্য মহা বিপদের কারণ এখানেই

কোন মন্তব্য নেই: