সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

ক্ষমতা তুমি কার ?

Image may contain: cat and textক্ষমতা তুমি কার ?
আজ তোমার, কাল আমার।
ক্ষমতার দাম্ভিকতা চরণ দিয়ে যে জমীনের উপর পদচারনা করেছিলে এতোদিন । আজ সকল দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেই জমীনের নিছে মিশে গেছো তুমি। পৃথিবীর আলো হাঁরিয়ে এখন তুমি অন্ধকারের কালো ছায়া। যেখানে আঁধার আর কেবলী আঁধার। সারা জীবন অন্যের গুনগান, গোলামী ও চামচামী করতে করতে ভুলেই গেছো যে, একদিন তোমাকেও সবাই ভুলে যাবে।

দুনিয়াতে এই ভেবে তুমি খুশি হতে যে, লোকেরা তোমাকে ভয় পাক। না, এটা ঠিক নয় ! এই অধিকার তো কেবল আল্লাহর'; যে বান্দা তাকে ভয় পাবে আর তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভয় পায় তবে অনেক রাগ হয় তার। আর আল্লাহর সেই রাগকেই তোমার আমার ভয় করা উচিৎ। 💗ওমর শরীফ

কোন মন্তব্য নেই: