***যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর।*****আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। *** ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত – (আল বুরুজ-৮) || যারা মুমিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে ,তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি – (আল বুরুজ-১০) || যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য – (আল বুরুজ-১১) || এই ওয়েবসাইট সম্পর্কে আপনার মতামত ও গঠনমূলক সমালোচনা জানিয়ে ই-মেইল করুন। *** হে আল্লাহ,আমাদেরকে তোমার সত্যের পথে পরিচালিত কর। আমাদের সম্মুখে তোমার পথ সহজ ও সরল করে দাও। আমীন...!

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

ক্ষমতা তুমি কার ?

Image may contain: cat and textক্ষমতা তুমি কার ?
আজ তোমার, কাল আমার।
ক্ষমতার দাম্ভিকতা চরণ দিয়ে যে জমীনের উপর পদচারনা করেছিলে এতোদিন । আজ সকল দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেই জমীনের নিছে মিশে গেছো তুমি। পৃথিবীর আলো হাঁরিয়ে এখন তুমি অন্ধকারের কালো ছায়া। যেখানে আঁধার আর কেবলী আঁধার। সারা জীবন অন্যের গুনগান, গোলামী ও চামচামী করতে করতে ভুলেই গেছো যে, একদিন তোমাকেও সবাই ভুলে যাবে।

দুনিয়াতে এই ভেবে তুমি খুশি হতে যে, লোকেরা তোমাকে ভয় পাক। না, এটা ঠিক নয় ! এই অধিকার তো কেবল আল্লাহর'; যে বান্দা তাকে ভয় পাবে আর তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভয় পায় তবে অনেক রাগ হয় তার। আর আল্লাহর সেই রাগকেই তোমার আমার ভয় করা উচিৎ। 💗ওমর শরীফ

কোন মন্তব্য নেই: