শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

আল্লামা সাঈদী শুধু একটি নাম নয়____!

 

 
এই হাঁসি জালিমের মুখে চপেটাঘাত আর এই হাঁসি যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে! ইংশা-আল্লাহ
 
আল্লামা সাঈদী শুধু একটি নাম নয়____!
একটি জীবন, একটি ইতিহাস!
তিনি তার লাখো কোটি ভক্তদের না বলে চলে যাননি" তিনি সবার থেকে হাঁসি মুখে বিদায় নিয়েছেন। এতো জুলুম আর এতো অমানবিক নির্যাতনের পরেও তার হাঁসিমাখা মুখ আমাদের এটাই বলছে! আমি বিড়ালের মতো বাঁচতে আসিনি তোমরাও সিংহের মতো বাঁচতে শিখে নাও! একজন আশি উর্ধ আল্লাহর বান্দা এক যুগের অধিক জেলের চার দেয়ালে বন্দী থাকার পরেও জালিমরা তার এই হাঁসি একটুও মলিন করতে পারেনি বরং তেজ দীপ্ত ঈমানে এই হাঁসি হয়েছে আরো উজ্জ্বল।
 
উনাকে দেখে আমার মনে পড়েছে পবিত্র কোরানের সূরা সফের ৬১ নাম্বার আয়াতের কথা:"তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়,কিন্তু আল্লাহ তাঁর জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন; যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে।
 
আল্লামা সাঈদী আমাদের ছেড়ে চলে যাননি তিনি যেতে পারেননা! তার জীবন তার কর্ম আমাদেরকে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে পথ সংী হয়ে থাকবে আমরন। হয়তো আমরা আর কোনদিন নতুন করে তার সুমিষ্ঠ কণ্ঠে কোরানের বানী শুনতে পাবোনা। শুনতে পাবোনা রাসূলের আদর্শের কথা। সাহাবাদের ত্যাগের কথা। লাঠিতে ভর করে ঐ বৃদ্ধ লোকটি ছুটবেনা সাঈদী হুজুরের মাহফিলে! যুবক ছেলেটি পাগল পারা হয়েও আর কখনো দেখতে পাবেনা প্রিয় হুজুরের পবিত্র মুখখানা। হাঁয় আফসোস! আগামী শতাব্দী এমন একজন সাঈদীকে পেলোনা যাকে ভালোবেসে যার জন্য জীবন দিতে প্রস্তুত লাখো কোটি নারী পুরুষ। সাঈদী হুজুর মানে, যেনো এক 'ভালোবাসার উত্তাল সাগর'! গতো কয়েক শতাব্দির পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্তের দেখা মিলেনি! 
 
হে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী(রাহিমাহুল্লাহ) আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমরা জানি আপনিও আমাদেরকে আল্লাহর জন্যেই ভালোবাসেন। তাইতো এই জমীনে আল্লাহর দ্ধীন কায়েম করতে গিয়ে আপনি আজ শহীদ হলেন। নি:সন্দেহে আপনার এই হাঁসি এই জমীনে দ্ধীন বিজয়ের পূর্বাভাস। এই আকাশ আর বেশী দিন মেঘে ডাকা রবেনা; কানায় কানায় আলোয়ে পরিপূর্ণ হবে। সেদিন আনন্দে আপনার এই হাসিমাখা মুখ দেখে আপনার রেখে যাওয়া প্রত্যেকটা দ্ধীনের দায়ী হাউমাউ করে কাঁদবে। আর আপনি সেদিন আবারো হাঁসবেন তবে সেই হাসির আড়ালে থাকবেনা জালিমের জুলুম আর নির্যাতন সেই হাসি হবে প্রশান্ত আত্মার যাতে আছে আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি আর আছে শান্তি।
_____________ওমর শরীফ মিটু ____________
https://www.facebook.com/omarsharifmitu/

বুধবার, ৮ মার্চ, ২০১৭

যদি ভাবো তুমি অসুখী ওরা তাহলে কি? You must watch it !



If you think u r unhappy…….
What would u say about them???
Please…এই ভিডিওটি দেখার পর অন্তত একটি দিনের জন্য হলেও ভুলে যাই আমাদের দুঃখ-কষ্ট ও নাপাওয়ার কথা। নাপাওয়ার হিসাবে জর্জরিত এই জীবন থেকে এই একটি দিনকে বাদ দিয়ে ভাবি শুধু ওদের কথা। ওদের কথা ভেবে ভুলে যাই আমাদের ছোট খাট কষ্টের কথা।আমরা ভুলে যাই আমরা অসুখী নই!

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

ক্ষমতা তুমি কার ?

Image may contain: cat and textক্ষমতা তুমি কার ?
আজ তোমার, কাল আমার।
ক্ষমতার দাম্ভিকতা চরণ দিয়ে যে জমীনের উপর পদচারনা করেছিলে এতোদিন । আজ সকল দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেই জমীনের নিছে মিশে গেছো তুমি। পৃথিবীর আলো হাঁরিয়ে এখন তুমি অন্ধকারের কালো ছায়া। যেখানে আঁধার আর কেবলী আঁধার। সারা জীবন অন্যের গুনগান, গোলামী ও চামচামী করতে করতে ভুলেই গেছো যে, একদিন তোমাকেও সবাই ভুলে যাবে।

দুনিয়াতে এই ভেবে তুমি খুশি হতে যে, লোকেরা তোমাকে ভয় পাক। না, এটা ঠিক নয় ! এই অধিকার তো কেবল আল্লাহর'; যে বান্দা তাকে ভয় পাবে আর তাতে আল্লাহ খুশি হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভয় পায় তবে অনেক রাগ হয় তার। আর আল্লাহর সেই রাগকেই তোমার আমার ভয় করা উচিৎ। 💗ওমর শরীফ

🍀🌱মৃত্যুই আমাদের শেষ ঠিকানা🍃

Image may contain: one or more people🌻এই জীবনকে নিয়ে আমাদের কৌতুহলের শেষ নাই। জীবন একেক ব্যক্তির কাছে একেক অনুভূতি,। জিজ্ঞেস করলে কেউ বলে জীবন মানে সংগ্রাম;কারো কাছে জীবন অতি সুন্দর। কেউ হাজার বছর বাঁচতে চায়; আবার কারো কাছে একটি দিনকে হাঁজার বছর মনে হয়। আবার কেউ বলে জীবন হলো, বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছি । কেউ বাঁচতে বাঁচতে মরনের দিকে এগিয়ে যায়;কেউ মরতে মরতে বেঁচে থাকে।

👍"আগে মানুষ হও তারপর...👌

Image may contain: one or more people, people standing, sky, cloud, outdoor and nature''একজন বড় মানুষ হতে কি আসলেই অনেক বড় বড় গাড়ি আর বিশাল বড় বাড়ির মালিক হওয়া লাগে'!? আমরা যখন কাউকে দোয়া করে বলি যে, 'একদিন তুমি অনেক বড় মানুষ হও'। সেই অনেক বড় হওয়ার মানে কি অনেক গাড়ি বাড়ি ধন দৌলতের মালিক হওয়া!? অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা! আমি জানিনা! একদিন সত্যিই সে এই সবকিছুর মালিক হয়েছে;এখন কি সে আসলেই অনেক বড় মানুষ হয়ে গেল। দুঃখিত! আমি তাও জানিনা। আমি শুধু জানি 'মানুষের বিচরন যেখানেই হোক না কেন তার আচরন খারাপ হলে তার সবকিছুই বৃথা; হোক সে উঁচু প্রাসাদ কিংবা নোংরা বস্তির বাসিন্দা।

মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি আমি কার মতো হতে চাই? আবার ভাবি! আমি যার মতো হতে চাই হাজার চেষ্টা করেও তার মতো হতে পারবোনা। আমি চাইলেই আমি আমার বাবা কিংবা দাদার মত হতে পারবো না। তারা তাদের মতই আর আমি আমার মতই । এই পৃথিবীতে সব মানুষই আলাদা। সবারই নিজস্ব চিন্তা রয়েছে যেই চিন্তার জগতে কেবল সেই বিচরন করতে পারে ।আমরা কেবল অন্যের আদর্শের আলোচনা গবেষনা করি মাত্র সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হয় যার কারনে কেউ ভালোটা গ্রহন করে কেউ মন্দটাকে অনুসরন করে পথ চলে।

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

সত্যিই কি ইসলামী ব্যাংক নিয়ে জামায়াত-শিবির হতাশ???

No automatic alt text available.


সত্যিইকি ইসলামী ব্যাংক নিয়ে জামায়াত-শিবির হতাশ??? আমরা বলি না আমরা অবশ্যই হতাশ না!!!!
ইসলামী ছাত্রশিবির এর এক নেতাকে প্রশ্ন করেছিলাম --কথিত ট্রাইব্যুনালের নামে তোমাদের নেতা গুলোকে ফাঁসী দিয়ে তোমাদের শক্তির ইতি ঘটিয়েছে।
-এবার তোমাদের টাকার উৎস নামের ইসলামী ব্যাংক জবর দখল করে অর্থের উৎস শেষ করেছে।এখন তোমাদের ভাবনা কিংবা গাইড লাইন কি?